29 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

নবাবগঞ্জে ভাইয়ের ঘর ভেঙ্গে নেওয়ার অভিযোগ ছোট বোনের বিরুদ্ধে (ভিডিওসহ)

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বড় ভাই জাহাঙ্গীর খানের ঘর ভেঙ্গে নিয়ে যাওয়া ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তারই ছোট বোন রাশেদা বেগমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার জয়কৃঞ্চপুর ইউনিয়নের বালেঙ্গা এলাকায়। এ বিষয়ে নবাবগঞ্জে বারোয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বালেঙ্গা গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে মোঃ শুভ জানান, আমার বাবা নিজ টাকায় ১২ শতাংশ জমি ক্রয় করে আমার দাদা ও দাদীকে থাকার জন্য তাদের নামে ৬ শতাংশ জমি লিখে দেন। আমার পরিবারের সবাই ঢাকা থাকে, যখন আমি বাড়িতে আসি তখনই আমার ফুফু ও ছোট চাচা আমাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আমাদের পুরো বাড়িটা দখলের পায়তারা করছিলো। এ সময় আমি দেশে আসাতে তারা তা করতে পারেনি। কিন্তু আমি ঢাকায় কাজে উদ্দেশ্যে গেলে সে সময় বাড়ি খালি পেয়ে আমাদের ঘর ভেঙ্গে নিয়ে যায়।

এর আগে স্থানীয়ভাবে বসে এই সমস্যা সমাধানের কথা থাকলেও তারা সে সময় পর্যন্ত অপেক্ষা না করেই আমাদের ঘর ভেঙ্গে নিয়ে গিয়েছে।

অপরদিকে অভিযুক্ত জাহাঙ্গীরের বোন রাশেদা ঘর ভেঙ্গে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে বলেন, আমি কোন ঘর ভেঙ্গে আনি নাই। আর তাদের কোন জমিও আমি দখলের চেষ্টা করেনি। আমার বাবার ঘর, আমার বাবাই ভেঙ্গে নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, আমার বড় ভাই জাহাঙ্গীর অনেক টাকা পয়সার মালিক হওয়া সত্বেও আমার বাবাকে ভাত কাপড় দেয় না।

জাহাঙ্গীরের বাবা আলেপ খান অভিযোগ করে বলেন, আমার পাঁচ ছেলেরা কেউ আমাকে দেখে না। আমি আমার মেয়ের কাছে থাকি, তাই আমার ঘর আমি নিজেই ভেঙ্গে নিয়ে এসেছি।

এ বিষয়ে নবাবগঞ্জে বারোয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জগ্নাথকে মেঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আমার উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে আপনাকে বিস্তারিত জানাবো।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!