সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতি মামলায় আন্ত:জেলা ডাকাত চক্রের মোঃ বাদল বিশ্বাস (২৭), মোঃ আকাশ (২৫), মোঃ কাউসার (৩৪) ও মোঃ রানা (৩০) নামের আরও ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শনিবার (১ মার্চ) কামরাঙ্গীরচর থানা ও কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (২ মার্চ) দুপুরে ঢাকা জেলা দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, নবাবগঞ্জ থানায় মামলা নং- ২৫, যাহার তারিখ ২৮ ফেব্রুয়ারী-২০২৫ এর ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড এর গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তাদের দেয়া তথ্য অনুযায়ী পলাতক আসামীদের গ্রেপ্তাররের জন্য ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশে ও দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলমের তত্ত্বাবধায়নে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলামসহ ও ওসি তদন্ত নবাবগঞ্জ থানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শনিবার কামরাঙ্গীরচর থানা ও কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্ত:জেলা ডাকাত চক্রের ৪ জনকে গ্রেপ্তার করে।
দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনীয় পুলিশি পাহারায় ৫ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।