26 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

দোহারে মাদক রানী টুনিসহ গ্রেপ্তার-২

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দোহার (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় ২৬পিছ ইয়াবা ও ১০ পিরিয়া হিরোইনসহ টুনি ওরফে ইয়াবা রানী টুনি ও তার সহযোগী জসীম নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ আগষ্ট) উপজেলার মুকসুদপুর ইউনিয়নের উত্তর মৌড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।উপজেলার শাইনপুকুর পুলিশ ফারির অফিসার ইনচার্জ শফিকুল আলম স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাইনপুকুর পুলিশ ফারির অফিসার ইনচার্জ শফিকুল আলম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা এস আই হাবিব, এ এস আই শাহ-আলম ও রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় মুকসুদপুর ইউনিয়নের উত্তর মৌড়া এলাকার কাইটাচান রাস্তায় অবস্থানকালে টুনি ও তার সহযোগী জসীমকে রিক্সা থেকে আটক করে। পরে তাদের তল্লাশী করে টুনির কাছে থাকা ২৬ পিস ইয়াবা ও জসীমের কাছে থাকা ১০ পিরিয়া হিরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

শাইনপুকুর পুলিশ ফারির অফিসার ইনচার্জ শফিকুল আলম বলেন, টুনি দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। কক্সবাজার ও ঢাকা থেকে এর আগেও টুনি কয়েকবার মাদক দ্রব্যসহ গ্রেপ্তার হয়েছিল।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!