দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে ছাত্র জনতার পক্ষ থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. ওমর ফারুক। শুক্রবার (৮ আগষ্ট) জুমার নামাজের পর জেলা কালেক্টরেট জামে মসজিদ থেকে বিপুল সংখ্যক সমর্থকদের নিয়ে তিনি এই ঘোষণা দেন। প্রার্থিতা ঘোষণার পর একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এই বিষয়ে আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক রমজান মাহমুদ বলেন, “আমাদের নেতৃত্বে খালপাড় ও মানরা এলাকায় যে আন্দোলন হয়েছে, তা দিয়ে আমরা ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটিয়েছি। এখন জুলাই আদর্শের চেতনাকে বাস্তবে রূপ দিতে হলে ছাত্র জনতাকেই সংসদে পাঠাতে হবে।” তিনি আরও বলেন, “আমরা দেখলাম, এক বছরেও জুলাই আদর্শের চেতনা কোথাও বাস্তবায়িত হয়নি। তাই, আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের প্রধান সমন্বয়ক ওমর ফারুককে সংসদ নির্বাচনের জন্য মনোনীত করেছি।”
আরেক সমন্বয়ক সাইয়েদ নুর আলভি একই সুরে বলেন, “আমরা দেখলাম, অন্তর্বর্তী সরকারসহ কেউই জুলাই আদর্শের শতভাগ পক্ষে নয়। যে আদর্শের জন্য ছাত্র-জনতা জীবন দিয়ে স্বৈরাচারের পতন ঘটালো, সে আদর্শ বাস্তবায়নের দায়িত্ব এখন নিজেদেরকেই নিতে হবে। সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। জুলাই আদর্শের কথা কেউ বলে না। তাই আমরা ছাত্র জনতার পক্ষ থেকে ওমর ফারুককে প্রার্থী ঘোষণা করলাম।”
প্রার্থী হিসেবে মো. ওমর ফারুক তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ন্যায়, ইনসাফ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র-জনতা জেগে উঠেছিল। স্বৈরাচারের বুলেটের মুখেও তারা আদর্শ থেকে সরে আসেনি। ছাত্র জনতার সমর্থনে আমি প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ, ছাত্র জনতার জয় হবে।”