29 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

নবাবগঞ্জে সাংবাদিক কাজী সোহেলকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈানক যুগান্তরের স্টাফ রির্পোটার কাজী সোহেলকে হত্যার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে স্বেচ্ছাসেবক লীগের যন্ত্রাইল ইউনিয়নের সভাপতি সুরুজ মোল্লা বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৬ আগস্ট) দুুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদের সামনে একটি মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, গত ২ আগস্ট রাতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যন্ত্রাইল ইউনিয়নের সভাপতি সুরুজ মোল্লা মুঠোফোনে নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি কাজী সোহেলকে হত্যার হুমকি প্রদান করেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি আমাদের দাবি, হুমকি প্রদানকারী সুরুজ মোল্লাকে দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক।

মানববন্ধনে সাংবাদিকরা আরো বলেন, আমরা সাংবাদিক মানুষের কল্যাণে কাজ করি। আমরা সংবাদ করলে কারো না কারো বিপক্ষে যাবেই। তাই বলে এমন হুমকি প্রদান করা আমরা কিছুতেই মেনে নিব না। কারণ, হুমকি প্রদান করে সাংবাদিকদের কলম থামানো যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান তুতি, সহ-সভাপতি সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সুজন, প্রচার সম্পাদক ফজলুর হক, সাবেক সভাপতি সুমন মৃধা, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহিদুল হক ডাবলু, আজহারুল হক, সালাউদ্দিন বাচ্চু, সাংবাদিক বিপ্লব ঘোষ, সাদের হোসেন বুলু, শামীম আরমান, কাজী জোবায়ের, দোহার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাজনীন শিকদার, আলীনুর মিশু, নাজমুল হোসেন অন্তর, ফিরোজ হোসেন, আব্দুর রাহিম, ফয়সাল খান, বাবুসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলার অন্যান্য সংবাদকর্মীবৃন্দ।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!