সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শিশু লাবিব পত্তনদার (৮) হত্যাকান্ডে মূল আসামি মোঃ সায়েম মোল্লা (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সায়েম মোল্লা উপজেলার বাহ্রা এলাকার মৃত মোঃ জসিম উদ্দিনের ছেলে। নিহত শিশু লাবিব উপজেলার বাহ্রা রসুলপুর এলাকার চম্পা বেগম ও হারুন পত্তনদার দম্পতির ছেলে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম সাংবাদিকদের এক প্রেস রিলিজের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন ।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ২৭ জুন শিশু লাবিব নিজ বাড়ি থেকে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজি করে সন্ধান মেলেনি শিশু লাবিবের। পরে ২৮ জুন স্থানীয়দের সহযোগিতায় নবাবগঞ্জ থানা পুলিশ বাহ্রা ইউনিয়নের রসুলপুর গ্রামের সেন্টু মিয়ার ডোবা থেকে ভাসমান অবস্থায় লাবিরের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় লাবিবের মা চম্পা বেগম নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে সন্দেহজনকভাবে বাবুল পত্তনদার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। বাবুল নবাবগঞ্জ উপজেলার বাহ্রা এলাকার কফিল পত্তনদারের ছেলে।
পরবর্তীতে গত মঙ্গলবার (২৯ জুলাই) নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি সায়েম মোল্লাকে গ্রেপ্তার করেন।
পুলিশ আরো জানায়, আসামি সায়েম মোল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার কারণে শিশু লাবিবকে গলা টিপে হত্যা করে ডোবায় লাশ ফেলে দেয়। আসামিকে পরবর্তীতে আদালতে প্রেরণ করা হলে হত্যার দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।