26 C
Dhaka
রবিবার, আগস্ট ২৪, ২০২৫

দোহারে সাংবাদিকদের ক্যামেরা নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া সেই ইউএনও’র বদলি

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহারে সাংবাদিকদের ক্যামেরা নিয়ে তার অফিস কক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া সেই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিনকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। তাকে দোহার উপজেলা থেকে শরীয়তপুর জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ইলোরা ইয়াসমিন গত ৮ সেপ্টেম্বর, ২০২৪ সালে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মস্থল দোহারে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সাংবাদিকদের ক্যামেরা নিয়ে তার অফিস কক্ষে প্রবেশে বাধা দেন এবং ক্যামেরার সামনে কোন ধরনের বক্তব্য দিবে না বলে জানান তিনি। এ ঘটনার পর থেকে এ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে দুরত্ব বাড়তে থাকে। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ইউএনও’র এমন আচরণে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে (ডিসি) অবগত করা হলে বিষয়টি অনাকাঙ্খীত বলে মন্তব্য করেন তিনি। এ নিয়ে একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরও তিনি তার জায়গায় অনড় থাকা অবস্থায় তাকে বদলি করা হলো।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!