নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় প্রেমের টানে স্বামীকে রেখে প্রেমিকের হাত ধরে স্ত্রী সোনিয়া আক্তার (৩২) নামের এক নারী সাড়ে ৫ ভুরি স্বর্ণ, নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও ঘরের বিভিন্ন আসবাবপত্র যা আনুমানিক মূল্যে প্রায় ৬০ হাজার টাকা, এই মোট প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১ আগষ্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে প্রেমিক মোঃ কাউসার বেপারী (২২) এর হাত ধরে পালিয়ে যান সোনিয়া আক্তার বলে জানা যায়। পলাতক সোনিয়া আক্তার নারিশা সাতভিটা এলাকার মোঃ সিরাজুল ইসলাম এর স্ত্রী ও উপজেলার চরবৈতা এলাকার পিতা মোঃ মোশারফ হোসেন ও মাতা মমতাজ বেগম দম্পতির কন্যা ছিলেন। সোনিয়া আক্তার তিনি চরকুশাই ছনবাতা এলাকার মোঃ আক্কাস বেপারীর ছেলে প্রেমিক মোঃ কাউসার বেপারী বলে জানা গেছে।
এ ঘটনায় রবিবার (৩ আগষ্ট) সোনিয়া আক্তার ও মোঃ কাউসার বেপারীকে বিবাদী করে স্বামী মোঃ সিরাজুল ইসলাম বাদি হয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার ১ আগষ্ট বিকেল আনুমানিক ৫টার দিকে স্ত্রী সোনিয়া আক্তার প্রেমিক কাউসারের সঙ্গে পালিয়ে যায়। এ সময় ঘরে থাকা সাড়ে ৫ ভুরি স্বর্ণ, নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও ঘরের বিভিন্ন আসবাবপত্র যা আনুমানিক মূল্যে প্রায় ৬০ হাজার টাকা, এই মোট প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমার স্ত্রী মোঃ কাউসার বেপারী নামে এক যুবকের হাত ধরে পালিয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার সময় আমার ঘরে থাকা সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও ঘরের বেশ কিছু আসবাবপত্রসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।
এ ঘটনায় দোহার থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই সাদেক জানান, এ ঘটনায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে দোহার থানা পুলিশ কাজ করছেন।