সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা বাজারে নিষিদ্ধ চায়না ধোয়াইর তৈরির ১১টি দোকান ও ৫টি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১৭০০ পিছ নিষিদ্ধ ‘চায়না ধোয়াইর’ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রিট এস.এম মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশ কোস্ট গার্ডের পাগলা স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট শাম্স সাদেকীনসহ বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ দল এ অভিযান চালায়।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৭ এপ্রিল ২০২৩ তারিখ আনুমানিক সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার পাগলা লেফটেন্যান্ট শাম্স সাদেকীন এর নেতৃত্বে ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজারে নতুন নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে ৫ টি গোডাউন ও ১১টি দোকান তল্লাশি করে প্রায় ৫ কোটি মিটার নতুন নিষিদ্ধ কারেন্ট জাল ও ১৭০০ পিস চাইনা ধোয়াইর জাল জব্দ করা হয় এবং কারেন্ট জাল বিক্রির সাথে জড়িত ১ জন আটক করা হয়। পরবর্তীতে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান কর্তৃক মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।
এ সময় জব্দকৃত জাল সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কেরানীগঞ্জ মোঃ সেলিম রেজা এবং দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর উপস্থিতিতে বেলা ৩ টার দিকে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম মুস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত এ ধরণের জাল দিয়ে মাছ ধরার ফলে আমাদের মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে ব্যাপক অভিযানের ফলে কারেন্ট জাল এখন কমে গেছে। কিন্তু ‘চায়না ধোয়াইর’ একটি নতুন প্রযুক্তি। এটা ব্যবহারের ফলে মাছের পোনা থেকে শুরু করে ডিমও ধ্বংস হচ্ছে। এ ধরণের জাল ব্যবহার নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে।
এ সময় অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ডের শতাধিক সদস্য অংশ গ্রহণ করে।