রিপন মোল্লা :
ঢাকার দোহার উপজেলার শিলাকোঠায় বেগম খালেদা জিয়া এর ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিএনপি ও বিএনপির সকল অঙ্গ-সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগষ্ট) সন্ধায় উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা ন্যাশনাল ক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া এর ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে তার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এ সময় দোহার থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মোশারফ বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ নুর ইসলাম মেম্বার, আব্দুল আল-মামুন, বাবুল কাজী, মোহাম্মদ আরিফ বেপারী, মোঃ আজিজুল হক, শিপন বেপারী, মোঃ আবুল বাশার, মোহাম্মদ হাকিম বেপারী, মোঃ লোকমান খান, মোহাম্মদ পাপ্পু বেপারী, মোঃ কালাম মাহমুদ, মোহাম্মদ রিপন বেপারী, মোহাম্মদ আজিজ বেপারী, মোঃ সামাদসহ আরও অনেকে।