সুজন খান ও রিপন মোল্লা :
আসন্ন ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দোহার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নের্তৃবৃন্দ ও এলাকার মুরব্বীদের নিয়ে উপজেলা নির্বাচন কমিশনার মোঃ রেজাউল ইসলাম এর কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন।
এ আগে তার নির্বাচনী ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে দলে দলে মিছিল নিয়ে তার নিজ এলাকা জামালচর এলাকার প্রধান সড়কে এসে সবাই একত্রিত হয়। পরে সম্মলিত ভাবে সেখান থেকে নৌকা মার্কার শ্লোগান দিতে দিতে মিছিল নিয়ে দোহার উপজেলা প্রাঙ্গণে জড়ো হয়।
এ সময় আমজাদ হোসেন বলেন, আমি মহান আল্লাহকে স্মরন করে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি আমাদের মা। যিনি আমাকে নৌকা উপহার দিয়েছেন। আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের এমপি মাননীয় সাংসদ প্রধান মন্ত্রীর বেসরকারী শিল্প ও খাত বিষয়ক উপদ্রেষ্টা সালমান এফ রহমানকে, আমি ধন্যবাদ জানাই দোহার উপজেলার নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও সাধারন সম্পাদক নূরুল হক বেপারী ভাইকে। তাদের প্রচেষ্টায় আমরা রাইপাড়াবাসী দীর্ঘ ২০ বছর পর একটি নির্বাচন পেয়েছি। এ জন্য তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই এবং আল্লাহর দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া।
আমজাদ হোসেন বলেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা ও আমাদের মাননীয় সাংসদ সালমান এফ রহমান এই নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে জয়লাভ করেছেন সেই নৌকা মার্কা আমাকে উপহার দিয়েছে। তাই সকলে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
তিনি রাইপাড়া ইউনিয়নবাসীর উদ্দ্যেশে বলেন, আপনারা নভেম্বরের দুই তারিখে আমাকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি নির্বাচনে জয়যুক্ত হয়ে রাইপাড়া ইউনিয়নে মসজিদ-মাদ্রাসা, স্কুল কলেজ, রাস্তা-ঘাট নির্মান করবো। আমি বয়স্ক ভাতাসহ বিভিন্ন প্রকার ভাতা প্রদান করবো এবং সামাজের বাল্যবিবাহ রোধ করবো। আমি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলে একটি আধুনিক আলোকিত রাইপাড়া ইউনিয়ন গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, আওয়ামী যুবলীগের সদস্য মোঃ শাহিন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আব্দুল্লাহ, গ্রহন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ আহমেদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পী শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন মজনু, সহ-সভাপতি শাহাদত শিকদার, সহ-সভাপতি বিমল মেম্বার, সাংগঠনিক সম্পাদক সামসুল হক, ৩নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ডে সভাপতি মোক্তার হোসেন মইফল, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ শিপন, যুগ্ন আহবায়ক পবন মল্লিক, যুগ্ন আহবায়ক মোঃ রাজু দেওয়ান, সাবেক ছাত্রনেতা রবিউল আউয়ালসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নির্বাচন সূত্রে জানাযায়, এবারের এই নির্বাচন ইভিএম মেশিনে ভোট প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুসারে ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ অক্টোবর যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং ভোট গ্রহণ হবে আগামী ২ নভেম্বর।