দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়ির প্রতিবেদক :
আজ রবিবার (২০ নভেম্বর) কাতারে ফুটবল বিশ্বকাপ-২০২২ এর শুভ উদ্বোধন। আর এই বিশ্বকাপ ফুটবল খেলা মুসলিম রাষ্ট্র কাতারে অনুষ্ঠিতি হওয়ায় বিয়ার নিষিদ্ধ করা হয়েছে। কারণ অ্যালকোহল পাণ করা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। তাই কাতারে বিয়ার বা অন্যান্য অ্যালকোহল জাতীয় পণ্য পাণ করা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। যদি এর ব্যতিতয় ঘটে তাহলে তাকে চুকাতে হবে জরিমানাসহ জেল।
শনিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনি যদি দিনে তিন ঘন্টা বিয়ার পান না করেন তাহলে আপনি মারা যাবেন না। তিনি দোহায় তার উদ্বোধনী সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
বিশ্বকাপের প্রধান শুক্রবার কাতারের স্টেডিয়ামের আশেপাশে বিয়ার বিক্রি নিষিদ্ধ করে একটি অনন্য নজির স্থাপন করেন।
ইসলামিক জাতিতে অ্যালকোহল মূলত নিষিদ্ধ। কিন্তু আয়োজকরা তাদের নাটকীয় এ সিদ্ধান্ত দেরীতে নেওয়ায় ভক্তদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।
ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা বলেছে, স্বাগতিকদের সাথে আলোচনার পর বিশ্বকাপের আটটি স্টেডিয়ামের আশেপাশে ভক্তদের কাছে বিয়ার বিক্রি করা নিষিদ্ধ ।